পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

নোয়াখালীর চরজব্বরে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ছনখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা।

গত শনিবার (২৫ জানুয়ারি) রাতে চরজব্বর থানাধীন চরক্লার্ক ইউনিয়নের চর বায়েজিদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. নুর আমিনের (৫০) বাড়ি চরজব্বর থানাধীন মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমান এলাকায়।

ছনখোলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে চরজব্বর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।