পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ থানা-পুলিশের তৎপরতায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ১৫ জন অপহৃতকে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়ার পাহাড় থেকে অপহৃতদের উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়ার মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়ার পাহাড়ে অভিযান চালানো হয়। এ সময় ১০-১৫ জন পালিয়ে গেলেও দুই অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃত ১৫ জনকে উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, অপহৃত ব্যক্তিরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকা এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। অপহরণকারী চক্রের সদস্যরা মুক্তিপণ আদায়ের জন্য তাঁদের পাহাড়ের চূড়ায় আটক রাখেন। এ ঘটনায় মামলা করা হয়েছে।