পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগের অভিযানে ২ হাজার ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে মতিঝিল থানাধীন ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. জমির উদ্দিন (৪৫) ও মো. আলমগীরকে (৪১) গ্রেপ্তার করা হয়।

ডিবি গুলশান বিভাগ জানায়, দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে মতিঝিল ও আশপাশের এলাকায় বিক্রি করতেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।