সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা-পুলিশের অভিযানে ১০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলের দিকে শান্তিগঞ্জ থানাধীন পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি সাহাব উদ্দিনের (৪৫) বাড়ি শান্তিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামে।
শান্তিগঞ্জ থানা-পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।