উদ্ধার হওয়া ব্যক্তিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের চরে আটকে পড়া ১১ জনকে উদ্ধার করেছে উলিপুরের নামাজের চর পুলিশ তদন্তকেন্দ্র।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) রাতে কুড়িগ্রামের উলিপুর পল্লী বিদ্যুতের এক কর্মী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, পল্লী বিদ্যুতের ১১ জন কর্মী নৌকায় উলিপুরের খেয়ার চর বাজারঘাট থেকে মেকুরেরঘাটে যাচ্ছিলেন। ঘন কুয়াশায় পথ ভুলে মাদারেরচরের কাছে একটি অজ্ঞাত চরে আটকা পড়েছেন তারা।

আনোয়ার সাত্তার জানান, জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি উলিপুরের নামাজের চর পুলিশ তদন্তকেন্দ্রে জানানো হয়। খবর পেয়ে নামাজের চর পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল তাঁদের উদ্ধার করে।