পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ডাকাতির প্রস্তুতিকালে ৯ জনকে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একই সঙ্গে জব্দ করা হয়েছে একটি নম্বরবিহীন পিকআপ ভ্যান এবং একটি চোরাই ইজিবাইক।

গত মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে যশোরের কোতোয়ালি থানাধীন মনিহার মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন যশোরের মো. আব্দুস সালাম ওরফে বিষু (৩৪), মো. আকবর গাজী (৪২), মো. মহাসিন আলী (৫০), মো. সাহেব আলী (৩৫) ও মো. আরিফুজ্জামান (৩০); সাতক্ষীরার মো. বিল্লাল গাজী (২৮) এবং মাগুরার মো. বিল্লাল মোল্লা (৪২), মো. শেখ জসিম উদ্দিন ও মো. কাজী তরিকুল (২৮)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

ডিবি যশোর জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে যশোর ও আশপাশের বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি করে আসছেন। গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শার্শা থানাধীন বেনাপোল পোর্ট মহাসড়কের ত্রিমোহনী মোড় থেকে একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানায় মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।