নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৩০৭টি ইয়াবা বড়িসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার (২২ জানুয়ারি) জেলার সুধারাম, বেগমগঞ্জ ও সেনবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন সুধারাম থানা এলাকার মো. হিরন (৪৪), বেগমগঞ্জ থানা এলাকার শরফুদ্দিন ওরফে রবিন (২২) এবং সেনবাগ থানা এলাকার আশরাফুল ইসলাম বাবু (২০) ও শাখাওয়াত হোসেন (২৬)।
ডিবি নোয়াখালীর উপপরিদর্শক (এসআই) শ্রী রাম চন্দ্র ভট্টাচার্য্য জানান, নোয়াখালী পৌরসভার খন্দকারপাড়া থেকে ২৫টি ইয়াবা বড়িসহ হিরনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আক্তার হোসেন জানান, বেগমগঞ্জ থানাধীন দিলীলপুর থেকে ৩০টি ইয়াবা বড়িসহ রবিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
উপপরিদর্শক (এসআই) মো. মনসুর মিয়া জানান, সেনবাগ থানাধীন মহিদিপুর থেকে ৫২টি ইয়াবা বড়িসহ বাবু ও শাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
উপপরিদর্শক (এসআই) মো. আশিকুর রহমান জানান, সোনাইমুড়ী থানাধীন বজরা থেকে ২০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। তবে আসামি সুজন ও ইব্রাহিম পালিয়ে গেছেন। তাঁদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।