পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর পল্লবীতে মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টায় অন্যতম আসামি মো. মুরাদকে (২৭) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।

সোমবার (২০ জানুয়ারি) রাতে পল্লবী থানাধীন সিরামিক রোড এলাকায় অভিযান চালিয়ে মুরাদকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ সাতটি মামলা আছে।

ডিবি মিরপুর বিভাগ জানায়, পল্লবী থানাধীন বঙ্গবন্ধু কলেজ এলাকায় গত সোমবার (২০ জানুয়ারি) বিকেলে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন মঞ্জুরুল ইসলাম বাবু। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাবুর স্ত্রী রাবেয়া আক্তার মিম পল্লবী থানায় হত্যা মামলা করেন।

ডিবি জানায়, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি মুরাদকে গ্রেপ্তার করা হয়। মুরাদ পল্লবী এলাকার সন্ত্রাসী মুসা-রাজন গ্রুপের সদস্য। অন্যদিকে ভুক্তভোগী বাবু পল্লবীর আরেক সন্ত্রাসী মামুন গ্রুপের সদস্য। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বাবুকে হত্যা করা হয়।