পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রামের বাঁশখালীর রায়ছটা চৌধুরীঘাট এলাকায় ব্রিজের লোহার পাটাতন চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা-পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বাঁশখালী থানাধীন রায়ছটা এলাকা থেকে আসামি আনোয়ার কবিরকে (১৯) গ্রেপ্তার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গত ২১ জানুয়ারি ভোরে রায়ছটা চৌধুরীঘাট এলাকায় ব্রিজের লোহার পাটাতন চুরি হয়। খবর পেয়ে আসামিকে গ্রেপ্তার এবং লোহার পাটাতন উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে।