বিশেষ কায়দায় শরীরে লুকানো ১২টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের বিরামপুর থানা-পুলিশ।
গত সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে বিরামপুর থানাধীন মুকুন্দপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি জয়দেব মহন্ত (৪৩) বগুড়ার আদমদীঘি উপজেলার চাপাপুর ইউনিয়নের কঞ্চনপুর গ্রামের বাসিন্দা।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১ কেজি ২৫০ গ্রাম স্বর্ণসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণের আনুমানিক দাম ১ কোটি ৩৯ লাখ টাকা। বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।