পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানা-পুলিশ।

গত মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে নগরীর ফুলবাড়ীগেট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মনিরুজ্জামানের বাড়ি খানজাহান আলী থানাধীন শিরোমণি বাদামতলা এলাকায়।

খানজাহান আলী থানা-পুলিশ জানায়, একটি মামলায় আসামির ৬ মাস কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তার করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।