পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর ফার্মগেটে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ছিনতাইকালে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা-পুলিশ। জব্দ করা হয়েছে দুটি ধারালো চাকু ও একটি অটোরিকশা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরের দিকে ফার্মগেট ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. নাজমুল হাসান (২০) ও মো. সোহেল মিয়া (২৬)। তাঁদের মধ্যে নাজমুলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি মামলা আছে।

তেজগাঁও থানা-পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন মো. সৈকত মিয়া (২০) নামের একজন। দিবাগত রাত ৩টার দিকে ফার্মগেট ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে অটোরিকশা নিয়ে দুই ছিনতাইকারী তাঁকে ঘিরে ফেলেন। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর ফোন কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। সৈকতের চিৎকার শুনে তেজগাঁও থানার টহল দল ঘটনাস্থলে এসে নাজমুল ও সোহেলকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় অপর এক ছিনতাইকারী পালিয়ে যান। আসামিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়েছে।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, আসামিরা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তাঁরা অটোরিকশা নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় রাতের আঁধারে ছিনতাই করতেন। চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।