রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সেবার মান আরও বাড়াতে পেশাদারত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।

আইজিপি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে যুগোপযোগী করায় গুরুত্বারোপ করেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের বক্তব্য ধৈর্য ধরে শোনেন এবং পুলিশ সদস্যদের চিকিৎসা অব্যাহত রাখায় চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।

সভায় জানানো হয়, বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দৈনিক প্রায় সাড়ে চার হাজার পুলিশ এবং তাদের পরিবারের সদস্য চিকিৎসা নিয়ে থাকেন। প্রতিদিন গড়ে দেড় হাজার পুলিশ সদস্য প্যাথলজিক্যাল রিপোর্ট নেন। এ ছাড়া গত বছর চক্ষু বিভাগে ৭১২টি অস্ত্রোপচার এবং অন্যান্য বিভাগে ৬ হাজার ৪৬৭টি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।

আইজিপি হাসপাতালের ডিজিটাল চিকিৎসা গ্রহণ প্রক্রিয়া (রেজিস্ট্রেশন, ওপিডি, কনসালটেশন, মেডিসিন স্টোর, রিপোর্ট ডেলিভারি ইত্যাদি), ইমার্জেন্সি বিভাগ, রেডিওলজি ও ইমেজিং, আইসিইউ, ডায়ালাইসিস ইউনিটসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সেবাগ্রহণ প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নূরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ডা. মো. এমদাদুল হক, সুপারিনটেনডেন্ট ডা. এ বি এম মো. খোরশেদ আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।