রাজধানীতে চাঁদা না দেওয়ায় চাঁদাবাজদের গুলিতে একজন আহত হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা-পুলিশ।
গত রোববার (১৯ জানুয়ারি) রাতে বাড্ডা থানাধীন দক্ষিণ বাড্ডা এলাকা থেকে আসামি মো. দেলোয়ার হোসেন (৫৭) ও মো. নূর আলম অনিকে (৩৩) গ্রেপ্তার করা হয়।
বাড্ডা থানা-পুলিশ জানায়, গত শুক্রবার (১৭ জানুয়ারি) বাড্ডা থানাধীন চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা মো. জুয়েল খন্দকারের কাছে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। ওই সময় তিনি চেয়ারম্যান বাড়ি মোড়ের মহিলা সমিতির বৈঠকে ছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কিছুক্ষণ পর মোটরসাইকেলে চড়ে মহিলা সমিতিতে আসেন ১০-১২ জন দুর্বৃত্ত। জুয়েল বৈঠক থেকে বের হলে তাঁর পায়ে গুলি করেন সুমন নামের একজন।
জুয়েল মাটিতে লুটিয়ে পড়লে ফাঁকা গুলি করেন দুর্বৃত্তরা। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যান। পরে আহত জুয়েল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ১৯ জানুয়ারি বাড্ডা থানায় মামলা করেন তিনি। তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি দেলোয়ার ও অনিকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, গ্রেপ্তার দুই আসামি এবং তাঁদের সহযোগীরা পেশাদার চাঁদাবাজ। দীর্ঘদিন ধরে বাড্ডা এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছেন। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।