পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা ভারতীয় প্রসাধনী। ছবি : বাংলাদেশ পুলিশ

শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা ৪৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকা থেকে আসামি ফিরোজ আলম বাবুকে (৩৭) গ্রেপ্তার করা হয়। চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

ডিবি তেজগাঁও জানায়, দীর্ঘ দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতীয় প্রসাধনী এনে রাজধানীর বনশ্রী এলাকায় মজুত এবং স্থানীয় বাজারে সরবরাহ করে আসছে একটি চক্র, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ২৫ হাজার ৪৪টি ভারতীয় ক্রিম ও কাভার্ড ভ্যানসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে খিলগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এসব প্রসাধনী আনা হতো। পরে দেশের বিভিন্ন এলাকার কসমেটিকস দোকানের মাধ্যমে ভোক্তাদের সরবরাহ করা হতো। এতে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার। চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।