পুলিশি হেফাজতে আসামি এবং উদ্ধার করা মোবাইল ফোন। ছবি : বাংলাদেশ পুলিশ

মোবাইল ফোন চোরাকারবারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা-পুলিশ। উদ্ধার করা হয়েছে ১৮টি চোরাই ফোন।

গত শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের সি ব্লকের একটি বাড়ি থেকে আসামি মোহাম্মদ আলীকে (৪২) গ্রেপ্তার করা হয়।

পল্লবী থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৮টি চোরাই ফোনসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গ্রেপ্তার আসামি ফোন চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই ফোন কম দামে কিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।