তালিকাভুক্ত চিহ্নিত ছিনতাইকারী মো. জুয়েলকে (৩১) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা-পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় খিলগাঁও থানাধীন তিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি জুয়েলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতিসহ ১৩টি মামলা আছে।
খিলগাঁও থানা-পুলিশ জানায়, জুয়েল একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি। খিলগাঁওসহ আশপাশের এলাকায় মাদক বিক্রি এবং ছিনতাইয়ে জড়িত তিনি। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।