নারায়ণগঞ্জ নৌ পুলিশের তৎপরতায় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাতদলের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. ইসমাইল বেপারি, মো. আমজাদ হোসেন তপু, মো. ফেরদৌস ফরাজী, মো. রিয়াজ হোসেন, মো. সুমন মিয়া, মো. ইউসুফ মিয়া, মো. অনিক মিয়া ও মো. রানা।
নৌ পুলিশ জানায়, গত ১০ জানুয়ারি ওটি বিন জামান-১ নামের একটি তেলবাহী জাহাজ নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনগঞ্জ সামিট গ্রুপের ঘাট থেকে ৩৬০ টন ফার্নেস তেল নিয়ে গাজীপুরের কড্ডা পাওয়ার প্ল্যান্টের উদ্দেশে রওনা দেয়। জাহাজটি মুন্সিগঞ্জ সদর থানাধীন চর মুক্তারপুরের শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন শীতলক্ষ্যা নদীর মোহনায় ডাকাতির কবলে পড়ে। জাহাজের কর্মীদের দেশীয় অস্ত্রের ভয় এবং হত্যার হুমকি দিয়ে জাহাজটি অজ্ঞাত স্থানে নিয়ে যান ডাকাতরা। এরপর জাহাজ থেকে ৩৫০ টন তেল অপসারণ করে আরেকটি জাহাজ নিয়ে পালিয়ে যান।
নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আট ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৫০ টন তেল। এ ছাড়া এমভি ভূঁইয়া নামের একটি বাল্কহেড, তেল অপসারণের স্যালো মেশিন, দুটি পাইপ, একটি হাসুয়া এবং দুটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।