পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর হুমকি দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা-পুলিশ।

গত শুক্রবার (১৭ জানুয়ারি) যাত্রাবাড়ীর ফলবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. মাসুম (২৫), মো. শরীফ (২৩) ও মো. ইস্রাফিলকে (২২) গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর সঙ্গে সম্প্রতি টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে চক্রের হোতা মাসুমের পরিচয় হয়। পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়। এর সূত্র ধরে গত ১১ জানুয়ারি ওই নারীকে কাজলারপাড় এলাকার এক বাসায় ডেকে আনেন মাসুম। ওই বাসায় আটকে রেখে তাঁকে ধর্ষণ করেন। পরে তাঁর দুই বন্ধু ইস্রাফিল ও শরীফ ওই নারীকে ধর্ষণ এবং ভিডিও ধারণ করেন। এক পর্যায়ে ভিডিও দেখিয়ে তাঁর কাছে ৩০ হাজার টাকা দাবি করেন আসামিরা। তখন তাঁদের ৯ হাজার ৫০০ টাকা দেন ভুক্তভোগী।

এরপর বাকি টাকা আনতে ভুক্তভোগীকে চাপ দেন আসামিরা। টাকা না দিলে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। গত ১৫ জানুয়ারি ইস্রাফিল ওই নারীকে ফোন করে বলেন, ১৭ জানুয়ারি বন্ধুদের নিয়ে সাকরাইন অনুষ্ঠান করবেন তাঁরা এবং ভুক্তভোগীকে আসতে বলেন। বিষয়টি যাত্রাবাড়ী থানায় অবগত করেন তিনি। গত শুক্রবার বিকেলে ওই নারীর সঙ্গে কৌশলে যোগাযোগ রক্ষার মাধ্যমে এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ীর ফলবাজার এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং ৮ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী।

পুলিশ জানায়, আসামিরা সংঘবদ্ধ চক্রের সদস্য। তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নারীদের ফাঁদে ফেলে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করেন। এরপর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পুনরায় ধর্ষণ করেন এবং অর্থ হাতিয়ে নেন। আসামি মাসুম এ পর্যন্ত এমন ১৬টি ঘটনা ঘটিয়েছেন। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।