পল্লী বিদ্যুতের ৭৪ কেজি তারসহ দুজনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানা-পুলিশ।
গত শুক্রবার (১৭ জানুয়ারি) খালিশপুর থানাধীন মুজগুন্নী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন হরিণটানা থানা এলাকার সাকিব মোল্লা (১৯) এবং খালিশপুর থানা এলাকার মো. কামাল ফরাজী (৪৮)।
হরিণটানা থানা-পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।