পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনটি চাকু ও একটি চাপাতিসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা-পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরের দিকে সূত্রাপুর থানাধীন চিত্তরঞ্জন এভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন সাইফুল মিয়া (২৬), মো. খুরশিদ আলম (২০), মো. রাব্বি (২০) ও জীবন শেখ (২৩)।

সূত্রাপুর থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ফরিদাবাদ পুলিশ ফাঁড়ির একটি দল। তাঁদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আসামিরা চাকু ও চাপাতি দিয়ে ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা ও মূল্যবান মালপত্র হাতিয়ে নিতেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।