রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মনির হোসেন হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা-পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) ওয়ারী থানাধীন লারিমিনি স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসামি মনির হোসেন নিউমার্কেট থানাধীন চাঁদনী চক বিজনেস ফোরাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
নিউমার্কেট থানা-পুলিশ জানায়, গত ১৬ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতা নিউমার্কেট থানাধীন ঢাকা কলেজের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তাঁদের হামলায় ঢাকা কলেজের ছাত্র শামীমসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় ঢাকা কলেজের ছাত্র মুহাম্মদ শামীম গত ২৪ নভেম্বর নিউমার্কেট থানায় মামলা করেন।
নিউমার্কেট থানা-পুলিশ জানায়, তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মনির হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।