পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা রসুন ও পিকআপ ভ্যান। ছবি : বাংলাদেশ পুলিশ

ভারতে ২ হাজার ৫৫৫ কেজি রসুন পাচারকালে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা-পুলিশ। জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে দোয়ারাবাজার থানাধীন শ্রীপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন সিলেটের এয়ারপোর্ট থানা এলাকার আনু মিয়া (২৭) এবং গোয়াইনঘাট থানা এলাকার নুরুজ্জামান (২১)।

দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আতিয়ার রহমান জানান, জব্দ করা ১৪৬ বস্তা রসুনের আনুমানিক দাম ৫ লাখ ১১ হাজার টাকা।

তিনি জানান, শুল্ক ফাঁকি দিয়ে এসব রসুন ভারতে পাচারের চেষ্টা করছিলেন আসামিরা। কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তাঁরা। বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।