পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে তিনটি চাকুসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা-পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. রনি (২৯), মো. হুমায়ুন কবির (২৫) ও মো. আনোয়ার (৪০)।

শাহবাগ থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে চাকুসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কয়েকজন সহযোগী পালিয়ে যান।

আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে শাহবাগ থানা-পুলিশ।