রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ২ হাজার ১২৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ এসব মামলা করে।

অভিযানকালে ৬৭টি গাড়ি ডাম্পিং এবং ৪৪টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।