
সাবেক আইজিপি এম আজিজুল হক (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।
১৯৬৫ সালের ডিসেম্বর মাসে পাকিস্তান পুলিশ সার্ভিসে যোগ দেন এম আজিজুল হক। পুলিশ একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে সহকারী পুলিশ সুপার হিসেবে সিলেট ও মৌলভীবাজার; অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ময়মনসিংহ ও ঢাকা; পুলিশ সুপার হিসেবে পাবনা এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮০ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। পরে ডিআইজি হিসেবে এপিবিএন; চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জ; স্পেশাল ব্রাঞ্চ; ডিএমপি কমিশনার এবং বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯১ সালে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে স্পেশাল ব্রাঞ্চ ও পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেন।
এম আজিজুল হক ১৯৯৬ সালের ২২ এপ্রিল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ হিসেবে দায়িত্ব নেন এবং ১৯৯৭ সালের ১৬ নভেম্বর পর্যন্ত অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালের ১১ ডিসেম্বর অবসর নেন।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, নৌ পরিবহন এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।
এম আজিজুল হক ১৯৪০ সালের ১৩ ডিসেম্বর ফরিদপুর সদর থানাধীন ঝিলটুলি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক এবং ১৯৬১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরা ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
মরহুমের জানাযা বুধবার জোহরের পর রাজারবাগ পুলিশ লাইনসের এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাযায় ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজনরা অংশ নেন।
জানাযা শেষে বাংলাদেশ পুলিশের পক্ষে সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ; বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ঢাকার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান; বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি এবং স্পেশাল ব্রাঞ্চের পক্ষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মরহুমকে অফিশিয়াল ফিউনারেল দেওয়া হয়। আসরের পর রাজধানীর উত্তরায় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুমের বড় ছেলে আসিফ আজিজ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট, মেজো ছেলে হাসিব আজিজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বর্তমান পুলিশ কমিশনার এবং ছোট ছেলে তৌফিক আজিজ চিকিৎসক।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক :
সাবেক আইজিপি এম আজিজুল হকের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে। অ্যাসোসিয়েশনের সভাপতি সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ঢাকার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বুধবার এক শোক বার্তায় মরহুম এম আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।