অবৈধ জাল আগুনে পোড়ানো হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

ভোলার পূর্ব ইলিশা সদর নৌ থানা-পুলিশের অভিযানে ১ লাখ ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) নৌ পুলিশ জানায়, মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

জব্দ করা জালের আনুমানিক দাম ৩০ লাখ ১৫ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ ছাড়া অভিযানে আটক একজনের বিরুদ্ধে ভোলা সদর থানায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।