সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানা-পুলিশ।
গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে খানজাহান আলী থানাধীন মাত্তমডাঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. সুমন শেখের বাড়ি খানজাহান আলী থানাধীন মাত্তমডাঙ্গা এলাকায়। তাঁর বিরুদ্ধে আরও চারটি মামলা আছে।
খানজাহান আলী থানা-পুলিশ জানায়, একটি মামলায় আসামির দেড় বছর সাজা হয়েছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।