রাজধানীর খিলগাঁও থেকে দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। জব্দ করা হয়েছে একটি পিস্তল, একটি ম্যাগজিন, ১৫টি গুলি এবং ছয়টি রামদা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) খিলগাঁও থানাধীন পূর্ব গোড়ান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আসামি মো. নাসির উদ্দিন (৪৫) ও মো. ইমরান হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়।
সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার সামনে পাহারারত দুজন পালিয়ে যান। পুলিশ বাসার ভেতরে অভিযান চালিয়ে আসামি নাসির ও ইমরানকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, আসামিরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসীদলের সক্রিয় সদস্য। তাঁরা অস্ত্র কেনা-বেচার সঙ্গে জড়িত। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।