দুটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা-পুলিশ।
গত সোমবার (১৩ জানুয়ারি) লবণচরা থানাধীন সাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি গোবিন্দ চন্দ্র দাসের (৩৮) বাড়ি শরীয়তপুর সদর থানা এলাকায়।
লবণচরা থানা-পুলিশ জানায়, জব্দ করা স্বর্ণের আনুমানিক দাম ১২ লাখ ৭০ হাজার টাকা। আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।