পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীতে পুলিশ পরিচয়ে প্রতারণার সময় হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরখান থানা-পুলিশ।

গত সোমবার (১৩ জানুয়ারি) রাতে উত্তরখান থানাধীন হজরত শাহ কবির (রহ.) মাজার জামে মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. এনামুল হক মনিরের (৩৩) বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং দুটি প্রতারণার মামলা আছে।

উত্তরখান থানা-পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় উত্তরখানের হজরত শাহ কবির (রহ.) মাজার জামে মসজিদের সামনে এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। থানার টহল দল জিজ্ঞাসাবাদ করলে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন তিনি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন এবং দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে তল্লাশি করে পুলিশের একটি নকল পরিচয়পত্র এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, তাঁর নাম মো. এনামুল হক মনির। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পুলিশ পরিচয় দিয়ে এবং পুলিশের ভুয়া আইডি কার্ড দেখিয়ে প্রতারণা করে আসছেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ডিএমপির শাহআলী ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় দুটি প্রতারণার মামলা এবং ময়মসিংহের কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।