ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানার অভিযানে ১১০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি মোসা. মিনারা বেগম (৪৯) এবং তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) রাতে লালবাগ থানাধীন আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামি মিনারার বিরুদ্ধে ২৮টি মাদক মামলা আছে। তাঁর সহযোগীর নাম তিশা আক্তার (২০)।
লালবাগ থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা পেশাদার মাদক কারবারি। দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে লালবাগ ও নিউমাকের্ট এলাকায় বিক্রি করতেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।