ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্যামপুর থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে আসামি জয়কে (২৭) গ্রেপ্তার করা হয়।
শ্যামপুর থানা-পুলিশ জানায়, ২০১৭ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় আসামি জয়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি।
অবশেষে সোমবার সকালে জয়কে শ্যামপুরের জুরাইন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা রয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।