পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা মদ। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা-পুলিশের অভিযানে ৮২ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) রাতে দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের মাতুর ব্রিজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি সোনাফর আলীর (২৩) বাড়ি দোয়ারাবাজার থানাধীন সুলতানপুর গ্রামে।

দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ আসলাম হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।