ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানার অভিযানে চোরাই স্বর্ণসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯ ভরি স্বর্ণ।
গত শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি মুছা জমাদ্দারকে (৪২) গ্রেপ্তার করা হয়।
কাফরুল থানা-পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর দুপুরে কাফরুল থানাধীন পূর্ব কাজীপাড়ার একটি বাসায় চুরি হয়। বাসা থেকে ৩১ ভরি স্বর্ণ, হীরার কানের দুল এবং ৪০ হাজার সৌদি রিয়াল চুরি যায়। চুরি যাওয়া অলংকার ও বৈদেশিক মুদ্রার আনুমানিক দাম ৫৯ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী চম্পা বেগম।
মামলা তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে শুক্রবার সন্ধ্যায় কদমতলী থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১১ জানুয়ারি) মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন মালখানগর ইউনিয়নের ফুরশারাইল গ্রাম থেকে ৯ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অবশিষ্ট অলংকার ও বৈদেশিক মুদ্রা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।