ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান চালায় পুলিশ।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, মোহাম্মদপুরের রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে মাদক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার ৪০ জনের মধ্যে মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, সন্ত্রাসী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত আসামি রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।