সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চোরাচালান চক্রের হোতা হিসেবে পরিচিত যুবলীগ নেতা মো. আব্দুর রউফকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় তাহিরপুর থানাধীন কলাগাঁও বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি কলাগাঁও গ্রামের বাসিন্দা।

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ পারভেজ ভূঁইয়া জানান, গত ১৬ ডিসেম্বর আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।