রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। ৫০ ভরি ৮ আনা স্বর্ণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে শনিবার (১১ জানুয়ারি) পর্যন্ত কুমিল্লার কোম্পানীগঞ্জ ও মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) ও সাদ্দাম হোসেনকে (৩১) গ্রেপ্তার করা হয়।
ডিবি লালবাগ জানায়, গত ৩ জানুয়ারি বেলা ১টার দিকে ধানমন্ডি থানাধীন বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’ নামের দোকানে চুরি হয়। এ সময় আড়াই কোটি টাকা মূল্যের ১৫৯ ভরি স্বর্ণালংকার চুরি যায়। এ ঘটনায় দোকানের মালিক কাজী আকাশ ধানমন্ডি থানায় মামলা করেন।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, দোকানের শাটার কেঁটে ভেতরে ঢোকেন আসামিরা। তাঁদের একজন দোকানের সামনের অংশ চাদর দিয়ে ঘিরে রাখেন এবং অপরজন শাটারের তালা কাটেন। তৃতীয় আসামি দোকানে ঢুকে স্বর্ণালংকার লুট করেন। এ ছাড়া আরও কয়েকজনকে দোকানের চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।
ডিবি আরও জানায়, তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত ৯ জানুয়ারি অভিযান শুরু করে পুলিশ। কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে কুমিল্লার দেবীদ্বার থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজারের একটি দোকান থেকে ২৮ ভরি ১৪ আনা স্বর্ণালংকার এবং ২১ ভরি ১০ আনা গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে আসামি সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।