জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ৫০ ফুট উঁচু বাঁশঝাড় থেকে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে উদ্ধার করেছে হালুয়াঘাট ফায়ার সার্ভিস।
রোববার (১২ জানুয়ারি) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ার সাত্তার জানান, শনিবার (১১ জানুয়ারি) বিকেলে ৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, ময়মনসিংহের হালুয়াঘাট থানাধীন বিলডোরায় ৫০ ফুট উঁচু বাঁশঝাড়ে বসে আছেন মানসিক ভারসাম্যহীন এক তরুণী। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
হালুয়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডিং অফিসার কামরুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি হালুয়াঘাট ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ওই তরুণীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।