সিলেট জেলা পুলিশ লাইনসের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামছুল হক মিলনায়তনে শনিবার (১১ জানুয়ারি) পিঠা উৎসব-২০২৫ উদযাপিত হয়েছে।
এই উৎসবের আয়োজন করেন সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান। এ ধরনের আয়োজন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পিঠা উৎসবের পাশাপাশি পুলিশ পরিবারের শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার আয়োজন করা হয়। খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার।