চাঁদা না পেয়ে শাহীন ইসলাম নামের এক চা দোকানিকে গুলি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সাভারের আশুলিয়া থানা-পুলিশ।
গত শুক্রবার (১০ জানুয়ারি) রাতে আশুলিয়া থানাধীন গোরাট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মাসুদ পারভেজ রানা ওরফে কালা পারভেজ (৪৫), ইয়ার হোসেন (২৪) ও খোকন তালুকদার (১৯)।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গত ৯ জানুয়ারি দুপুরে আশুলিয়ার গোরাটে চাঁদা না পেয়ে চা দোকানি শাহীনকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাঁকে ঢাকার পুঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আশুলিয়া থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন ভুক্তভোগী।
ওসি জানান, তদন্তের এক পর্যায়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তার এবং আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে।