পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর পল্লবীতে চোর সন্দেহে মো. শাকিল (২৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা।

গত বুধবার (৮ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানাধীন ১৫ নম্বর সেকশন থেকে আসামি সোমনাথ বিশ্বাসকে (৩৮) গ্রেপ্তার করে পিবিআই ঢাকার অর্গানাইজড ক্রাইম (উত্তর) বিভাগ। তাঁর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থানা এলাকায়।

পিবিআই ঢাকা জানায়, ২০২৩ সালের ১৪ অক্টোবর সন্ধ্যায় পল্লবী থানাধীন স্বপ্ননগর প্রজেক্ট ২-এর ১৯ নম্বর ভবনের নিচতলায় ভুক্তভোগী শাকিল ও তাঁর বন্ধু মো. ফিরোজকে (২০) চোর সন্দেহে আটকে রাখেন আসামি সোমনাথ ও তাঁর সহযোগীরা। এরপর তাঁদের পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে পুলিশ শাকিলকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। পরের দিন ১৫ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পল্লবী থানায় মামলা করেন ভুক্তভোগীর ভাই।

শুরুর দিকে মামলাটি তদন্ত করে পল্লবী থানা-পুলিশ। তদন্তের অগ্রগতি না হওয়ায় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই ঢাকার অর্গানাইজড ক্রাইম (উত্তর) বিভাগ। তদন্তের এক পর্যায়ে আসামি সোমনাথকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।