রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে চাকুসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা-পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শাহজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন আসামি মো. সোহেল (২২) ও মো. জুয়েল (২৩)। তাঁদের মধ্যে জুয়েলের বিরুদ্ধে হত্যা মামলা আছে।
শাহজাহানপুর থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁদের কয়েকজন সহযোগী পালিয়ে যান। আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।