রাজধানীতে তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা-পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরের দিকে মতিঝিল থানা এলাকা আসামি এলএক্স সবুজ ( ২২), মো. সেলিম মিয়া (৩৩) ও মো. আরিফুল ইসলাম হৃদয়কে (১৯) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি এলএক্স সবুজের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতিসহ চারটি মামলা আছে।
মতিঝিল থানা-পুলিশ জানায়, গত ৭ জানুয়ারি রাতে মতিঝিল থানাধীন কমলাপুর পানির পাম্পের গেটের সামনে থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় করা মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।