পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

ফেনী শহরে গৃহকর্মী মাসুদা বেগম (৬৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির সময় বাধা দেওয়ায় ওই গৃহকর্মীকে হত্যা করেন আসামি।

গত বুধবার (৮ জানুয়ারি) ভোরে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে আসামি আবির আল রাফিকে (২০) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নোয়াখালী সদর থানা এলাকায়।

পিবিআই ফেনীর পুলিশ সুপার জয়িতা শিল্পী পিএসসি জানান, ভুক্তভোগী গৃহকর্মী মাসুদা বেগমের বাড়ি ফেনী সদর থানা এলাকায়। তিনি ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর ফারুকের ফলেশ্বর এলাকার বাড়িতে কাজ করতেন। গত ২৬ ডিসেম্বর তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ২৭ ডিসেম্বর ফেনী সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর ছেলে। তদন্তের এক পর্যায়ে চট্টগ্রাম থেকে আসামি রাফিকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে এই পুলিশ কর্মকর্তা জানান, আসামি রাফি ফেনীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তিনি অনলাইন জুয়ায় আসক্ত। সম্প্রতি ল্যাপটপ কেনার কথা বলে বাবার কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়ে জুয়া খেলে হেরে যান। পরে গত ২৬ ডিসেম্বর ফেনীর সাবেক কাউন্সিলর ফারুকের বাড়িতে চুরি করতে যান তিনি, তবে দেখে ফেলেন গৃহকর্মী মাসুদা। বাধা দিলে ছুরিকাঘাতে তাঁকে হত্যা করেন রাফি।

পিবিআই ফেনীর পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।