খুলনায় বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে গত বুধবার (৮ জানুয়ারি) বিকেলে শিববাড়ি মোড়ে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার এবং বিসিক খুলনা অঞ্চলের পরিচালক মানছুরুল করিম।

অনুষ্ঠানে কেএমপি কমিশনার বলেন, ভালো পণ্য ভালো দামে বিক্রি হয়, এতে ক্রেতা-বিক্রেতা উভয়ই সন্তুষ্ট হয়। এ ধরনের মেলার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে দেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।