
সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা বুধবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল ১০টায় জেলা পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম।
সভার শুরুতে পূর্ববর্তী কল্যাণ সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও প্রস্তাবনার অগ্রগতি পর্যালোচনা করা হয়। এরপর পুলিশ সদস্যদের সমস্যা, প্রয়োজনীয়তা ও প্রস্তাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। একই সঙ্গে সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ ছাড়া জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ডিসেম্বর মাসে বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া হয়।
কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সব থানার ওসি এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি এবং অপরাধ দমনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সব থানার ওসি অংশ নেন।