রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিনটি চাকুসহ পেশাদার ডাকাতদলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।
বুধবার (৮ জানুয়ারি) মিরপুর মডেল থানাধীন লাভ রোড থেকে আসামি মো. নান্নু (৪১), মো. কাজী ফয়সাল (৩৫) ও মো. বশির মোল্লাকে (৪৪) গ্রেপ্তার করা হয়।
আসামিরা মিরপুর, দারুস সালাম ও গাবতলী এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদলের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে একাধিক মামল আছে।
ডিবি মিরপুর বিভাগ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পালানোর সময় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের সহযোগীরা পালিয়ে যান।
আসামিদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।