রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমানসহ বন্যপ্রাণী পাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ।
বুধবার (৮ জানুয়ারি) ভোরের দিকে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকা থেকে আসামি মো. রফিকুল ইসলাম (৪৩) ও মো. রবিউল ইসলাম সোহাগকে (৩০) গ্রেপ্তার করা হয়।
ডিবি ওয়ারী বিভাগ জানায়, গ্রেপ্তার আসামিরা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। বিপন্ন প্রজাতির হনুমানগুলো চট্টগ্রামের পার্বত্য এলাকা থেকে সংগ্রহ করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন তাঁরা। হনুমানগুলো বন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের ২১ দিনের কারাদণ্ড এবং ৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন।