পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

দুই প্রবাসীর স্বর্ণ আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে নোয়াখালীর বেগমগঞ্জ থানা-পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি স্বর্ণের বার।

গত সোমবার (৬ জানুয়ারি) চাঁদপুরের কচুয়া থানা এলাকা এবং চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেগমগঞ্জ থানাধীন ভবানী জীবনপুর গ্রামের সোহেল (৩৫) এবং তাঁর বোন নুর জাহান বেগম (৪০) ও দুলাভাই মাইন উদ্দিন (৪৯)।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, সৌদি আরবে দীর্ঘদিন একসঙ্গে থাকার সুবাদে আসামি সোহেলের সঙ্গে ভুক্তভোগী উজ্জ্বল চৌকিদার ও সুজন চৌকিদারের সুসম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি সোহেল ছুটিতে বাংলাদেশে আসার সময় উজ্জ্বল ও সুজন তাঁদের পরিবারের জন্য ১১৬.৬ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের একটি স্বর্ণের বার এবং ১০১ গ্রাম ওজনের ২১ ক্যারেটের স্বর্ণালংকার সোহেলের কাছে দেন। দেশে আসার পর এসব স্বর্ণ উজ্জ্বল ও সুজনের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল সোহেলের। তবে গত ২৩ ডিসেম্বর দেশে ফিরে এসব স্বর্ণ উজ্জ্বল ও সুজনের পরিবারের কাছে না দিয়ে নিজের ফোন নম্বর এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেন সোহেল।

উদ্ধার করা স্বর্ণের বার। ছবি : বাংলাদেশ পুলিশ

তিনি আরও জানান, পরে উজ্জ্বল ও সুজনের পরিবারের লোকজন আসামির ঠিকানা সংগ্রহ করে বাড়িতে গিয়ে স্বর্ণ দাবি করেন। এ সময় আসামি ও তাঁর পরিবারের লোকজন স্বর্ণের কথা অস্বীকার করেন। উল্টো তাঁদের বিভিন্ন হুমকি দেন। এরপর আসামি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় উজ্জ্বলের মামা আবুল কালাম গত ৫ জানুয়ারি বেগমগঞ্জ থানায় মামলা করেন।

ওসি লিটন দেওয়ান জানান, তদন্তের এক পর্যায়ে চাঁদপুরের কচুয়া থানা এলাকা থেকে আসামি সোহেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে সোহেলের বোন নুর জাহান বেগম এবং দুলাভাই মাইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ১১৬.৬ গ্রাম ওজনের স্বর্ণের বার। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।